রপ্তানি লক্ষ্যমাত্রায় পিছিয়ে তৈরি পোশাক খাতঢাকাসহ ৫ বিভাগে বৃষ্টির আভাস, অব্যাহত থাকবে তাপপ্রবাহপ্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশুস্কুল-মাদ্রাসা খুলছে আজ, বন্ধ থাকছে ২৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানআজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
No icon

‘দ্বিতীয়ার্ধে শুধু ব্রাজিল খেলেছে, আর্জেন্টিনা সময় নষ্ট করেছে’

কোপা-আমেরিকার ফাইনালে জয়ী আর্জেন্টিনাকে অভিনন্দন জানাচ্ছেন চিয়াগো সিলভা। তবে ব্রাজিলের ডিফেন্ডারের মতে, ম্যাচের দ্বিতীয়ার্ধে এক চেটিয়া প্রাধান্য ছিল তাদের। আর্জেন্টিনা স্রেফ সময় কাটানোর চেষ্টা করেছে। একই রকম কথা শোনা গল ব্রাজিলের কোচ তিতের কণ্ঠেও। ম্যাচে বল দখলের লড়াই, পাস, গোলে শট, সবকিছুতেই এগিয়ে ব্রাজিল। কিন্তু গোলের খেলা ফুটবলে গোলটিই করতে পারেনি তারা ম্যাচের ৬০ শতাংশ সময় বল দখলে রেখেও। প্রথমার্ধে আনহেল দি মারিয়ার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ওই গোলেই ম্যাচ জিতে তারা শিরোপার উল্লাসে মেতে ওঠে। ম্যাচের পর ব্রাজিলের চিয়াগো সিলভা আঙুল তুললেন আর্জেন্টিনার খেলার ধরনের দিকে। এটিকে অবশ্য হারের অজুহাত হিসেবে দেখাতে নারাজ তিনি।