তানজানিয়ায় ভারী বৃষ্টি-ভূমিধসে নিহত ১৫৫মাসের শুরুতে বৃষ্টির আভাস, গরম কমা নিয়ে সংশয়ইউক্রেনকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রআগামীকাল ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণশপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি
No icon

আশা দেখিয়ে ফিরলেন সৌম্য

ক্রাইস্টচার্চের হেগলি ওভালে ঘুরে দাঁড়ানোর ম্যাচে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি দলের। ওপেনার লিটন দাস ফিরে যান ডাক মেরে। এরপর সেট হয়ে ফিরেছেন সৌম্য সরকার।বাংলাদেশ ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৫ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা ওপেনার তামিম ইকবাল ৪৬ রানে খেলছেন। তার সঙ্গী মুশফিকুর রহিম। সৌম্য সরকার ৩২ রান করে স্ট্যাম্পিংয়ে শিকার হয়েছেন।এর আগে প্রথম ওয়ানডে ম্যাচেও টস হেরেছিল বাংলাদেশ। যার প্রভাব পড়েছিল ম্যাচে। তবে দিবা-রাত্রির দ্বিতীয় ওয়ানডেতে শুরুতে ব্যাট করার সুবিধা নেওয়ার সুযোগ বাংলাদেশের।এ ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। হাসান মাহমুদের জায়গায় পেস অলরাউন্ডার সাইফউদ্দিন ঢুকেছেন একাদশে।

 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, মেহেদি মিরাজ, সাইফউদ্দিন, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলাস, ডেভন কনওয়ে, উইল ইয়ং, টম ল্যাথাম, জেমস নিশাম, ডার্ল মিশেল, মিশেল সাটনার, কাইল জেমিনসন, মার্ট হেনরি, ট্রেন্ট বোল্ট।