বাজারে কিছুটা স্বস্তি এনেছে শীতের সবজি, কমছে ডিমের দামওকক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণার প্রজ্ঞাপন স্থগিতঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’, বেশি দূষণ যেখানেএনসিপি নেতা নাসীরুদ্দীন বললেন, পদত্যাগ করিনি মিরপুরে আগুনে পুড়ল পোশাক কারখানা
No icon

২১৪ বাংলাদেশি গ্রেপ্তার মালয়েশিয়ায়

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে ২১৪ বাংলাদেশিসহ ৬০২ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। শনিবার স্থানীয় সময় দুপুর ১২টায় সেলাঙ্গর রাজ্যে একটি সমন্বিত অভিযান চালানো হয়।এ অভিযানে ১ হাজার ৯১ জন বিদেশির কাগজপত্র যাচাই-বাছাই করে ৬০২ জন নারী ও পুরুষ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ২১৪ জন বাংলাদেশি রয়েছে। সেলাঙ্গর মন্ত্রী দাতু সেরী আমিরুদ্দিন সারি জানিয়েছেন, গ্রেপ্তার বাংলাদেশিদের মধ্যে ২১৩ জন পুরুষ ও একজন নারী। বাংলাদেশি ছাড়াও অন্য গ্রেপ্তারকৃতরা ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন এবং আলজেরিয়ার নাগরিক। অভিবাসন আইন এবং ব্যক্তি পাচারবিরোধী ও অভিবাসী চোরাচালান আইনের অধীনে তাদের গ্রেপ্তার করা হয়েছে।মন্ত্রী জানান, সেলাঙ্গরে বিদেশিদের উপস্থিতি সংখ্যা দেখে এই অভিযান চালানো হয়। কাগজপত্র যাচাই-বাছাই করা ৬০ শতাংশেরও বেশি ছিলেন অবৈধ অভিবাসী।