NEWSTV24
বাগদান সেরেছেন আলিয়া-রণবীর!
মঙ্গলবার, ০২ এপ্রিল ২০১৯ ২০:৪১ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

বাগদান সেরেছেন বলিউডের জনপ্রিয় দুই তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। ভারতীয় গণমাধ্যমে এমনটিই দাবি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানি আর শ্লোকা মেহতার বাগদান অনুষ্ঠানে গিয়েছিলেন রণবীর ও আলিয়া। গত বছরের ২৮ জুন সুইজারল্যান্ডের সেন্ট মরিসে সেই অনুষ্ঠানে বাগদান সেরেছেন এই তারকা জুটি। খবরে আরো বলা হয়েছে, আকাশ আম্বানির অনুষ্ঠানে সেন্ট মরিসে হাঁটু গেড়ে বসে রণবীর আলিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাবে রাজি হওয়ায় আলিয়ার আঙুলে আংটি পরিয়ে দেন রণবীর। এ উপলক্ষে রণবীর ও আলিয়া ছোটখাটো অনুষ্ঠানও করেন। সেখানে তাদের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত ছিলেন।তবে এ বিষয়টি এখনো গোপন রেখেছেন এই দুই তারকা।

সংবাদ মাধ্যমে আরো দাবি করা হয়েছে, রণবীর ও আলিয়া বিয়ের প্রস্তুতি চলছে। এ উপলক্ষে ঋষি কাপুর তাড়াতাড়ি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরতে চান।

এর আগে গত বছর মহেশ ভাট কন্যা আলিয়ার সঙ্গে রণবীরের প্রেম রসায়ন বলিউড ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়ে।

রণবীরের শুভ জন্মদিনে নিজে পরিবারের সঙ্গে আলিয়াকেও দেখা গেছে।

ওই সময়ে রণবীরের জন্মদিনে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তার মা অভিনেত্রী নীতু সিং।

ছবিতে দেখা গিয়েছিল রণবীর, নীতু, আলিয়া এবং তার মা সোনি রাজদান। সেখানে নীল পোশাকে হাসিমুখে উপস্থিত হয়েছেন আলিয়া ভাট।

এদিকে রণবীরের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে বলতে আলিয়া লজ্জা পেলেও প্রিয়তমর জন্মদিন উপলক্ষে সেই বিশেষ ছবি পোস্ট করতে কিন্তু ভোলেননি আলিয়া।

ছবিটি আলিয়া নিজের টুইটারে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, হ্যাপি বার্থ ডে মাই সানসাইন।

আর আলিয়ার এই ক্যাপশনের লাভ রিয়েক্ট ও ফুলের চিহ্ন দিয়েছেন রণবীরের মা নীতু সিং।

রণবীর-আলিয়ার সম্পর্কে দুই পরিবারেরই পূর্ণ সম্মতি রয়েছে নেটিজেনরা সেটাই ভাবছেন।

অনেকেই আরেকটু বাড়িয়ে যেটা ভেবেছিলেন তাহল, রণবীরের জন্মদিন পার্টিতে তাদের বিয়ের কথা হয়ত পাকাপাকিও করে ফেলেছেন দুই পরিবার।আর এবার শোনা গেল বাগদান সেরেছেন বলিউডের জনপ্রিয় দুই তারকা।