NEWSTV24
চলে গেলেন নায়ক মান্নার মা
সোমবার, ০৪ ফেব্রুয়ারী ২০১৯ ১৬:০৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

প্রয়াত চিত্রনায়ক মান্নার মা হাসিনা ইসলাম মারা গেছেন। গতকাল রোববার দুপুরে টাঙ্গাইলে নিজ বাসভবনে বার্ধক্যজনিত অসুখের কারণে তিনি মারা যান। (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। মান্নার স্ত্রী শেলী মান্না শাশুড়ির মৃত্যুর খবর নিশ্চিত করেন। শেলী মান্না বলেন, ২০ বছর আগে আমার শ্বশুর মারা যান। ১১ বছর হলো মান্নাকে হারিয়েছি আমরা। গতকাল রাতে আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর সময় শাশুড়ির পাশে থাকা ভাগ্যে ছিল না বলে আফসোস করেন শেলী। তিনি বলেন, অনেক ভালো মনের মানুষ ছিলেন আমার শাশুড়ি। আফসোস লাগছে তার সঙ্গে শেষবারের মতো দেখা হয়নি আমার। ছেলের আকস্মিক মৃত্যুর পর শোকে ১১ বছর পার করেছিলেন হাসিনা ইসলাম।

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে সে সময়ের জনপ্রিয় নায়ক মান্নার মৃত্যু হয়।

আজ (সোমবার) মান্নার মা হাসিনা বেগমকে টাঙ্গাইলের এলেঙ্গায় ছেলের সমাধির পাশে সমাহিত করা হবে বলে জানা গেছে।