১৮ জুলাই পালিত হবে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টাদেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাসআগামী বছরের শুরুতেই নির্বাচন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ড. ইউনূসমগবাজারে আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু
No icon

নিষিদ্ধ হলো আওয়ামী লীগের সকল কার্যক্রম

অবশেষে দেশের রাজনীতিতে নিষিদ্ধ হলো বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম। শনিবার (১০ মে) রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।বৈঠক শেষে রাত ১১টার দিকে গণমাধ্যমের মুখোমুখি হন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।তিনি বলেন, উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগ এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় ও শাহবাগে অবস্থানরতরা উচ্ছাস প্রকাশ করেছেন। একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে আন্দোলনকারীদের।কেউ কেউ বলছেন, জুলাই গণঅভ্যুত্থান আজ পরিপূর্ণ সফলতা পেলো।উল্লেখ্য, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ছাত্র-জনতা। ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধসহ বিভিন্ন স্লোগানের মুখরিত হয়ে ওঠে শাহবাগ।