নিউইয়র্কে আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়র প্রার্থী জোহরান মামদানিক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেয়ার ঘোষণা জামায়াত আমিরের৪ দিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম: বিটিআরসি ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্সযে কারণ খুলে পড়লো মেট্রোরেলের বিয়ারিং প্যাড
No icon

এ. টি. এম. আজহারুল ইসলামের রিভিউ শুনানি ২০ ফেব্রুয়ারি নির্ধারন করেছে আপিল বিভা

জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আবারও পিছিয়ে ২০ ফেব্রুয়ারি নির্ধারন করেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চে একজন বিচারপতির অনুপস্থিতির জন্য আদালত শুনানির দিন পিছিয়ে দেন।

আদালতে জামায়াত নেতা আজহারের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন।

গত ৯ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আজ দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ।

২০১৯ সালের ২৩ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ।