জুলাই সনদ বাস্তবায়ন আদেশে দুই সুপারিশএস আলমের ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ ট্রাম্প তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের পথ খুঁজছেনজুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর আজকরাচি সমুদ্রবন্দর ব্যবহার করবে বাংলাদেশ
No icon

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইয়ের পথ খুলল

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।এর মধ্য দিয়ে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইয়ের পথ খুললো। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। গত ১ সেপ্টেম্বর জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আবেদনের শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ।

২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। এরপর চলতি বছরের ১ আগস্ট জামায়াত-শিবিরকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততার’ অভিযোগে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল সাবেক সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর সে প্রজ্ঞাপন বাতিল করা হয়।
সূত্র : বিবিসি