সাতসকালে ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানীসাগরে ভূমিকম্প স্বাভাবিক হলেও চিন্তার বিষয়জুলাই সনদ বাস্তবায়নের পথ নিয়ে বিরোধ, নানা মতসালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ড্র ৩১ জুলাই
No icon

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী মারা গেছেন

 রাজধানীর একটি হাসপাতালে আজ বুধবার দুপুরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী মারা গেছে মারা গেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ৮২ বছর বয়সী মতিয়া চৌধুরী বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই আজ তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে তাঁর পরিবারের একটি সূত্র।