নির্বাচন ফেব্রুয়ারিতে আয়োজন সম্ভব নয়: নাহিদ ইসলামআজ ঢাকার বাতাসে কতটা দূষণ?স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৮ হাজার ৯০০ টাকাদেশজুড়ে পাঁচ দিন ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা কমবেমেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ
No icon

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতি গ্রেফতার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে গ্রেফতার করা হয়েছে। আশুলিয়া থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ। ঢাকা জেলার এসপি আহম্মদ মুঈদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানী থেকে ভোরে তাকে গ্রেফতার করে পুলিশ। আশুলিয়া থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। মুদ্দাসির খান জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে আদালতে পাঠানো হবে বলেও জানান এসপি আহম্মদ মুঈদ।