ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাসদেশে গণভোট কতবার এবং কেমন হয়েছিলকাল থেকেই কার্যকর এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতানির্বাচন ফেব্রুয়ারিতে আয়োজন সম্ভব নয়: নাহিদ ইসলামআজ ঢাকার বাতাসে কতটা দূষণ?
No icon

তেল আবিব ও হাইফায় রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি

ইসরায়েলের তেল আবিব ও হাইফা শহরের দিকে ইরান রাতভর বৃষ্টির মত একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে, তবে কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে।রাতের গভীরে তেল আবিব ও হাইফায় একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং শহরের কিছু এলাকায় ধোঁয়ার কুন্ডলী দেখা গেছে। ইরান দাবি করেছে, এটি তাদের প্রতিরক্ষামূলক জবাব হিসেবে চালানো একটি সামরিক পদক্ষেপ, যা ইসরায়েলের আগের হামলার প্রতিক্রিয়ায় এসেছে।তবে ইসরায়েলি সরকার এই হামলাকে উসকানিমূলক ও আগ্রাসন হিসেবে আখ্যা দিয়ে পাল্টা প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছে।আইডিএফ বলছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে জরুরি সতর্ক সংকেত হিসেবে সাইরেনের শব্দ শোনা গেছে। সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।আল জাজিরার খবর বলছে, বন্দর নগরী হাইফাতেও সাইরেন বাজতে শোনা গেছে। হাইফায় চারদিনে বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইরান। এতে তিনজন নিহত হয়েছে। হাইফার তেল পরিশোধনাগার বন্ধ করে দেওয়া হয়েছে।বিশ্লেষকরা বলছেন, এই ধরণের সরাসরি ক্ষেপণাস্ত্র বিনিময় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে। যা অঞ্চলটিকে পূর্ণমাত্রার যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।