গোপালগঞ্জে হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না : আইন উপদেষ্টাআমাদের শাসনামলে আবু সাঈদ হত্যার বিচার দেখে যাবেন: আসিফ নজরুলনিরাপদে গোপালগঞ্জ ছেড়েছেন এনসিপি নেতারাগোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা, ভাঙচুরদুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস
No icon

বেনিয়ামিন নেতানিয়াহুর সিজারিয়ার বাসভবনের কাছে ক্ষেপণাস্ত্র হামলা

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সিজারিয়ার বাসভবনের কাছে রোববার রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। একই সময় হাইফা, তেল আবিবসহ আরও কয়েকটি শহরে সরাসরি আঘাত হেনেছে ইরানের ছোড়া মিসাইল।

দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, নেতানিয়াহুর বাসভবনের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাদেরার একটি বিদ্যুৎ কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলার পর স্থানীয়দের সংরক্ষিত এলাকায় আশ্রয় নিতে আহ্বান জানিয়েছে দেশটির সেনাবাহিনী।