পাকিস্তানের প্রখ্যাত আলেম মুফতি তারিক মাসুদ ৯ দিনের সফরে বাংলাদেশেইরান-পাকিস্তান সীমান্তে ৩৩ বাংলাদেশি আটকবাংলাদেশকে বড় লক্ষ্য দিল পাকিস্তানথাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ নিয়ে এখন পর্যন্ত কমপক্ষে ১২ জন নিহত হয়েছে৪৯ আরোহী নিয়ে রাশিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত
No icon

ঘৃণা ও সহিংসতাই আমাদের শত্রু: মালালা ইউসুফজায়ী

চলমান ভারত-পাকিস্তান উত্তেজনায় সব পক্ষকে সংযত থেকে শান্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী মালাল ইউসুফজায়ী। তিনি বলেন,‘উত্তেজনা কমিয়ে আনতে এবং বেসামরিক মানুষজন, বিশেষ করে শিশুদের সুরক্ষায় পদক্ষেপ নিন। বিভেদ সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন।’ পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

গত কয়েকসপ্তাহ ধরে চলা ভারত-পাকিস্তান উত্তেজনা গতকাল মঙ্গলবার সহিংস রুপ ধারণ করেছে। এদিন পাকিস্তানি ভূখণ্ডে বিমান হামলা চালায় ভারত। এখন পর্যন্ত ৩১ জন নিহত হওয়ার খবর জানিয়েছে পাকিস্তান। তারাও পাল্টা ব্যবস্থা নিয়েছে। ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করেছে বলে দাবি তাদের। 

এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মালালা লেখেন, ‘আমরা একে অপরের শত্রু নই, ঘৃণা ও সহিংসতা আমাদের সাধারণ শত্রু।’

প্রিয়জন হারানো বেসামরিক মানুষদের প্রতি সহানুভূতি জানিয়ে মালালা আরও লেখেন, এই ‘বিপজ্জনক সময়ে’ তিনি পাকিস্তানে তার বন্ধুবান্ধব, পরিবার এবং তার সঙ্গে কাজ করা সব সমর্থক, শিক্ষাবিদ ও মেয়েদের কথা ভাবছেন। তিনি লিখেছেন, ‘আমাদের সম্মিলিত নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য শান্তিই একমাত্র পথ। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই সংলাপ আর কূটনৈতিক প্রচেষ্টা শুরু করতে হবে।’