পাকিস্তানের প্রখ্যাত আলেম মুফতি তারিক মাসুদ ৯ দিনের সফরে বাংলাদেশেইরান-পাকিস্তান সীমান্তে ৩৩ বাংলাদেশি আটকবাংলাদেশকে বড় লক্ষ্য দিল পাকিস্তানথাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ নিয়ে এখন পর্যন্ত কমপক্ষে ১২ জন নিহত হয়েছে৪৯ আরোহী নিয়ে রাশিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত
No icon

যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মারকো রুবিও

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন মারকো রুবিও। তিনি মাইক ওয়াল্টজের স্থলাভিষিক্ত হলেন। রুবিও একইসঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করবেন।প্রায় ৫০ বছর আগে হেনরি কিসিঞ্জারের পর আর কাউকে ওই দুই পদে একসঙ্গে দেখা যায়নি। প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াল্টজকে কার্যত পদত্যাগ করতে বাধ্য করার পর জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত নিযুক্ত করেন।আলজাজিরা ও সিএনএন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ওয়াল্টজের সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলেক্স ওংও সরে দাঁড়ান।ট্রাম্প তার সামাজিক মিডিয়া প্লাটফর্ম ট্রুথ সোস্যালে বলেন, আমি ঘোষণা করছি যে, মাইক ওয়াল্টজকে জাতিসংঘে পরবর্তী মার্কিন দূত মনোনীত করছি। মাইক ওয়াল্টজ আমাদের জাতীয় স্বার্থকে সবার ওপরে রাখতে কঠোর পরিশ্রম করেছেন। আমি জানি, তিনি তার নতুন ভূমিকাতেও তা করবেন।আর রুবিওর ব্যাপারে ট্রাম্প বলেন, তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দেশের শীর্ষ কূটনীতিকের কাজও চালিয়ে যাবেন।মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা একত্রে আমেরিকা এবং বিশ্বকে আবার নিরাপদ রাখার জন্য বিরামহীন লড়াই চালিয়ে যাব।এই পরিবর্তনের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর তার প্রশাসনে প্রথম বড় ধরনের পরিবর্তন আনলেন।