আগামী সপ্তাহ থেকে শীতের আগমন: আবহাওয়া অফিসআফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পশীতে কাবু হবে দেশবাসী, আসতে পারে ১০ শৈত্যপ্রবাহঅক্টোবর মাসে সর্বোচ্চ মাসিক লেনদেনের রেকর্ড নগদেরবিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
No icon

মার্কিন ভোটারদের সমর্থন হারাচ্ছেন ট্রাম্প

নির্বাচনে ভূমিধস জয় পেয়ে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের ২০ জানুয়ারি তিনি শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করেন। এরপর থেকে বিভিন্ন নির্বাহী আদেশ জারি করতে থাকেন। এভাবে গোটা বিশ্বকে নাড়িয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের শুল্কযুদ্ধ বিশ্বজুড়ে তৈরি করেছে বাণিজ্য অস্থিরতা। এতে বিভিন্ন দেশের পাশাপাশি নিজ দেশেও ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। এমনকি এর জেরে ইতোমধ্যে জনপ্রিয়তা হারাতে শুরু করেছেন তিনি। হারাচ্ছেন ভোটারদের সমর্থনও। অর্থনীতি এবং অভিবাসন নীতিতে ধাক্কা দেওয়ায় ট্রাম্পের কঠোর সমালোচনা করছেন মার্কিনিরা। জরিপের ফলাফল বলছে, জানুয়ারিতে হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করেই ট্রাম্প যে নীতি গ্রহণ করেছে তা অনেক আমেরিকানের কাছেই তাকে অজনপ্রিয় করে তুলছে।