বিমান আকাশে উড়তে দেরি হলে অনেকেই বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করেন। আর এই লাউঞ্জে অপেক্ষা করতে গিয়ে ভারতে বহু যাত্রী প্রতারণার শিকার হচ্ছেন। সম্প্রতি বেঙ্গালুরুর এক নারী তার মোবাইল অ্যাপে লাউঞ্জ বুক করতে গিয়ে বিপদে পড়েছেন। শোনা গিয়েছে, তার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছে প্রতারকেরা। ভারতের বিভিন্ন শহরে গত জুলাই থেকে আগস্টের মধ্যে বহু মানুষই বিমানবন্দরে লাউঞ্জ বুক করতে গিয়ে সর্বস্বান্ত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম আনন্দবাজার।
কী ধরনের প্রতারণা চলছে?
বেঙ্গালুরুর “ক্লাউডসেক” নামে এক সাইবার নিরাপত্তা সংস্থা জানিয়েছে, “লাউঞ্জ পাস” নামে এক ভুয়া অ্যাপ ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। হোয়াট্সঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে এই অ্যাপের লিঙ্কটি ছড়িয়ে দেওয়া হয়েছে। বিমানবন্দরে গিয়ে তাড়াহুড়োয় অনেকেই এই অ্যাপটি ডাউনলোড করে লাউঞ্জ বুক করার চেষ্টা করছেন। আর অজান্তেই প্রতারকদের খপ্পরে পড়ে যাচ্ছেন। ক্লাউডসেকের সমীক্ষা বলছে, জুলাই থেকে আগস্টের মধ্যে প্রায় ৪৫০ জন যাত্রী এই প্রতারণার ফাঁদে পড়ে লাখ লাখ টাকা খুইয়েছেন। তবে সমস্ত অভিযোগ দায়ের হয়নি বলেই মনে করছে ওই সংস্থা।