আদানিকে দুই হাজার কোটি টাকা শোধ করল বাংলাদেশঅন্তর্বর্তী সরকারের সব কাজ বৈধ, মেয়াদ অনির্দিষ্ট: জারি হচ্ছে অধ্যাদেশসবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: সেনাপ্রধানমধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে কাজ করতে আগ্রহী ট্রাম্পশীত ও শৈত্যপ্রবাহ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
No icon

৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কানাডা

উত্তর আমেরিকার দেশ কানাডায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৫। আজ সোমবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।প্রতিবেদনে বলা হয়, কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি দেশটির উপকূলীয় শহর পোর্ট ম্যাকনিলকে কাঁপিয়ে তোলে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সমুদ্রতলের ১০ কিলোমিটার গভীরে।ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনও সুনামি সতর্কতাও জারি করা হয়নি। মার্কিন জাতীয় সুনামি কেন্দ্র থেকে জানানো হয়েছে, এই ভূমিকম্প সুনামি সৃষ্টি করার মতো শক্তিশালী ছিল না।এর আগে গত বছরের অক্টোবরে কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় মৃদু ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় প্রায় মধ্যরাতে অনুভূত সেই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৯।