দেশজুড়ে তাপপ্রবাহ বইছে, কিছু স্থানে বৃষ্টির আভাসযুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দলবিএনপির আরও চার নেতাকে বহিষ্কারবিশ্বকাপে বাংলাদেশের দুই প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা রাস্তা থেকে ছিটকে পড়ল রিলাক্স পরিবহনের বাস, নিহত ৫ আহত ১৫
No icon

আত্মসমর্পণকারী সেনাদের ফেরাতে যোগাযোগ করছে ইউক্রেন

বন্দরনগরী মারিউপোলের আজভস্তাল ইস্পাত কারখানার আত্মসমর্পণকারী যোদ্ধাদের সঙ্গে যোগাযোগ করছে ইউক্রেনের গোয়েন্দা বাহিনী। তাদের মুক্ত করতে কিয়েভ সব পথে চেষ্টা করছে বলে জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী দেনিস মনাস্তিরিস্কি।রাশিয়ার কারাগারে থাকা ইউক্রেনের শত শত যোদ্ধার ভাগ্যে অনিশ্চয়তা বিরাজ করছে। মে মাসের মাঝামাঝি সময়ে কেন্দ্রের নির্দেশ তারা রুশপন্থী যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেন।ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী মনাস্তিরিস্কি বলেন, গোয়েন্দাদের মাধ্যমে আমরা তাদের অবস্থা জানার চেষ্টা করছি। তাদের পুষ্টিকর খাদ্য এবং মুক্তির নিয়ে আলোচনা চলছে। রুশ সেনাদের হাতে থাকা সকল ইউক্রেনীয় সেনা কিয়েভে ফিরবে এবং তার জন্য সকল কিছু করা হচ্ছে বলেও জানান তিনি।রাশিয়া দাবি করে, তাদের কাছে আজভস্তালের ২ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে।কিয়েভ আত্মসমর্পণকারীদের বন্দী বিনিময়ের মাধ্যমে ফেরানোর কথা জানিয়েছে। যদিও রাশিয়ার কিছু জ্যেষ্ঠ আইনপ্রণেতা কট্টর জাতীয়তাবাদী আজভ ব্যাটালিয়নের সেনাদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন। ক্রেমলিন বলেছে, আত্মসমর্পণকারী ইউক্রেনীয়দের সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ডে (স্ট্যান্ডার্ন্ডে) ব্যবহার করা হবে।