দেশজুড়ে তাপপ্রবাহ বইছে, কিছু স্থানে বৃষ্টির আভাসযুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দলবিএনপির আরও চার নেতাকে বহিষ্কারবিশ্বকাপে বাংলাদেশের দুই প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা রাস্তা থেকে ছিটকে পড়ল রিলাক্স পরিবহনের বাস, নিহত ৫ আহত ১৫
No icon

শ্রীলঙ্কায় এমপিদের দেশ ত্যাগ ঠেকাতে বিমানবন্দরে অবরোধ

চরম অর্থনৈতিক দুরবস্থার মধ্যে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় সরকার পক্ষ ও বিরোধীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের পরে দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এর মধ্যে সহিংসতার মধ্যে পড়ে এক এমপি সহ কমপক্ষে ৭ নাগরিকের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার দেশটির সেনাবাহিনী ও পুলিশকে জরুরি ক্ষমতা দিয়েছে। ফলে সংস্থা দুটি এখন কোনো পরোয়ানা ছাড়াই যে কাউকে গ্রেফতার করতে পারবে।এদিকে চলমান পরিস্থিতিতে অনেক সংসদ সদস্যের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার শঙ্কা করছেন সরকার বিরোধী বিক্ষোভকারীরা। তাই তাদের দেশ ত্যাগ ঠেকাতে শ্রীলঙ্কার প্রধান বিমানবন্দর অবরোধ করেছেন তারা। মঙ্গলবার দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম ডেইলি মিরর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কাতুনায়েকে অবস্থিত শ্রীলঙ্কার প্রধান বিমানবন্দর অবরোধ করেছে একদল তরুণ। বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশদ্বারে গাড়ি রেখে অবস্থান নিয়েছেন তারা। চলমান বিক্ষোভের মধ্যে এমপিদের দেশত্যাগ ঠেকাতে এ ব্যবস্থা নিয়েছে বিক্ষোভকারীরা।

এর আগে দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেন। অর্থনৈতিক সংকটের জেরে গত কয়েক সপ্তাহ ধরে শ্রীলঙ্কার সাধারণ জনগণ সরকারের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ করছে। খবরে বলা হয়েছে, ভারত মহাসাগরের তীরে অবস্থিত দেশ শ্রীলঙ্কা ইতিহাসের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মুখোমুখি পড়েছে। হাজার হাজার প্রতিবাদকারী কারফিউ উপেক্ষা করে সরকারদলের নেতাদের ওপর আক্রমণ, তাদের বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দিয়েছে।সর্বশেষ খবরে বলা হয়েছে, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মঙ্গলবার পরিস্থিতি তুলনামূলক শান্ত রয়েছে। পুলিশ মুখপাত্র নিহাল থালদুয়া জানিয়েছেন, সহিংসতায় ২০০ মানুষ আহত হয়েছেন। প্রধানমন্ত্রী রাজাপাকসের ছোট ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সেনাবাহিনী-পুলিশকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদে বিশেষ ক্ষমতা দিয়েছেন।এই আইনে পুলিশের হাতে সোপর্দ করার ২৪ ঘণ্টা পর্যন্ত জনগণকে আটক রাখতে পারবে সেনাবাহিনী। এছাড়া যেকোনো ব্যক্তিগত সম্পত্তি যেমন গাড়ি, বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী তল্লাশি চালাতে পারবে।  মহাসড়কে ব্যাপক সংখ্যক সশস্ত্র বাহিনীর সদস্যের উপস্থিতি রয়েছে। পথে তাকে একাধিক তল্লাশিতে থামানো হয়েছে।