উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপিডিজিটাল নিরাপত্তা আইনে ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ফরিদপুরে বাস-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ১১গরমে বাড়ছে ডায়রিয়া, জ্বরবিভিন্ন স্থানে শিলাবৃষ্টির পূর্বাভাস
No icon

করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ২ লাখ ছাড়াল

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে।মঙ্গলবার জন হপকিন্স ইউনিভার্সিটির বরাত দিয়ে বিবিসি এতথ্য জানিয়েছে।এ পর্যন্ত দেশটিতে প্রায় ৭০ লাখের মতো মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্র প্রথম স্থানে রয়েছে।গত ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে। এরপর তা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে দুই লাখ ৪ হাজার ৮৭৮ জনের, নতুন করে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৭৬ জনের।আক্রান্ত ও মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে এশিয়ার দেশ ভারত। ৮৯ হাজার ৬০০ মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। নতুন করে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬১৪ জনের মৃত্যু হয়েছে।দেশে করোনার সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত মার্চে। এতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৭ জনে।এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৫২ হাজার ১৭৮ জনে।