পাকিস্তানের হামলা, ভারতের বিভিন্ন শহরে ব্ল্যাকআউটআজ যেমন থাকবে ঢাকার আবহাওয়াসাবেক রাষ্ট্রপতি হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার শাস্তিভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে যা জানাল ইইউভারতে ২৪টি বিমানবন্দর বেসামরিক সেবার জন্য বন্ধ ঘোষণা
No icon

জ্বীন-২’ মুক্তি পাচ্ছে পাকিস্তানে

জাজ মাল্টিমিডিয়ার ঈদের ছবি   ‘মোনা: জ্বীন-২’ মুক্তি পাচ্ছে পাকিস্তানেও। প্রতিষ্ঠানটি জানায়, ২০১১ সাল থেকে আজ পর্যন্ত পাকিস্তানে কোনো বাংলা সিনেমা মুক্তি পায়নি। তবে, মোনা: জ্বীন-২ পাকিস্তানে বাণিজ্যিক ভাবে মুক্তি পাবে। ইতিমধ্যে দেশটির ডিস্ট্রিবিউটরের সঙ্গে জাজের চুক্তিপত্র সম্পন্ন হয়েছে। বাংলাদেশে সিনেমাটি মোনা: জ্বীন-২ নামে মুক্তি পেলেও, পাকিস্তানে ‘জ্বীন-২’ নামে মুক্তি পাবে।