৩ দিন ভারত ভ্রমণে যেতে পারবেন না বাংলাদেশিরাসৌদিতে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুঢাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টিদেশজুড়ে তাপপ্রবাহ বইছে, কিছু স্থানে বৃষ্টির আভাসযুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল
No icon

সিলেটে সুরমার তীর উপচে নগরে ঢুকছে পানি

সোমবার দুপুর থেকে সুরমা নদীর তীর উপচে নগরের বিভিন্ন এলাকায় পানি ঢুকতে শুরু করে। এতে তলিয়ে যায় নগরের সর্ববৃহৎ পাইকারি বাজার কালিঘাট, তালতলা, কাজিরবাজার, বেতবাজার, শাহজালাল উপশহর, সোবহানিঘাট, ছড়ারপাড়, শেখঘাট, ঘাসিটুলা, মাছিমপুর, তেরতন, হবিনন্দী, সাদিপুরসহ বিভিন্ন এলাকা। এসব এলাকার বাসাবাড়ি, দোকানে পানি ঢুকেছে।নগরের পাইকারি বাজার কালিঘাটের ব্যবসায়ী সাংস্কৃতিক সংগঠক নিলাঞ্জন দাশ টুকু বলেন, দুপুরের দিকে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় নদী উপচে দোকানে পানি ঢুকে পড়েছে। দোকানের গুদামে প্রচুর পেঁয়াজ, রসুন, আলুসহ বেশকিছু পচনশীল পণ্য রয়েছে। বিকেলে পুরো এলাকা তলিয়ে গেছে।তিনি বলেন, দ্রুত পানি বাড়ায় বেশকিছু পণ্য পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে কালিঘাটের আড়তদার ও পাইকারি ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

নগরের তালতলা এলাকার ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, দোকান খোলার সময় সকাল ১০টায়ও তালতলা এলাকায় কোনো পানি ছিল না। দুপুরে হঠাৎ দেখি পানিতে সড়ক ডুবে গেছে। তালতলা পয়েন্টও পানিতে তলিয়ে গেছে।আবহাওয়া অধিদপ্তর সিলেটের সিনিয়র আবহাওয়াবিদ মো. সাঈদ আহমদ চৌধুরী বলেন, সিলেটে দুদিন ধরে বৃষ্টিপাত কমেছে। তবে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পানি বাড়ছে। এ কারণে সিলেটের নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।এদিকে, সিলেটের ছয় উপজেলায়ও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিভিন্ন উপজেলায় গ্রামীণ রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় বেড়েছে জনদুর্ভোগ। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় পাঠদান বন্ধ রয়েছে। কোম্পানীগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সিলেটের সঙ্গে কানাইঘাট ও গোয়াইনঘাট উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া, জকিগঞ্জেও পানি বৃদ্ধি অব্যাহত আছে।