যুদ্ধবিরতি সম্পর্কে ইসরায়েলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেলো হামাসঝুম বৃষ্টিতে স্বস্তি ফিরলো সিলেটেজলবায়ু পরিবর্তনজনিত কতটা ঝুঁকিতে বাংলাদেশতানজানিয়ায় ভারী বৃষ্টি-ভূমিধসে নিহত ১৫৫মাসের শুরুতে বৃষ্টির আভাস, গরম কমা নিয়ে সংশয়
No icon

রাজধানীতে ‘যানজটমুক্ত’ সকাল

রাজধানী ঢাকায় আজ রোববার সকালে প্রতিদিনের মতো অসহ্য যানজট চোখে পড়েনি। আসন্ন জাতীয় নির্বাচনের তপশিল প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে সকাল থেকে। তবে রাজধানীর সড়কে তার প্রকট কোনো ছাপ চোখে পড়েনি।সকাল ৯টার দিকে খিলক্ষেত থেকে মহাখালীগামী লেনে যাত্রীবাহী বাস, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও অসংখ্য ব্যক্তিগত গাড়ি চলতে দেখা গেছে। যানজট না থাকলেও মহাখালী চেয়ারম্যান বাড়ি সিগন্যালে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।উত্তরাগামী লেনেও যানজট ছিল না। মহাখালী বাস স্ট্যান্ডের সামনের সড়কে দূরপাল্লার গাড়ি থেমে থাকায় যট দেখা গেছে। তবে দূরপাল্লার বাস ছাড়তে দেখা যায়নি। যাত্রী কম এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন পরিবহন-সংশ্লিষ্টরা।এদিকে বিজয় সরণি সিগন্যালে গাড়ির চাপ দেখা গেছে। মিরপুর, আগারগাঁওয়ে সড়কে যান চলাচল থাকলেও গাবতলী থেকে দূরপাল্লার বাস সেভাবে ছাড়তে দেখা যায়নি।জাতীয় সংসদ নির্বাচনের তপশিল প্রত্যাখ্যান করে গত বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।হরতালের আগের রাতে গতকাল রাজধানীর আগারগাঁও ও গুলিস্তানে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।হরতালে যে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীসহ দেশজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অব্যাহত আছে মামলা ও গ্রেপ্তার। কোথাও কোথাও পুলিশ বিএনপি নেতাকর্মীর বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি এবং স্বজনকে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন দলটির বহু নেতাকর্মী। এর মধ্যেই নানা জায়গায় চলছে বাস, ট্রাক, ট্রেনে আগুন দেওয়ার মতো ঘটনা।