দুপুরে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে হাদিকেবাড্ডায় যাত্রীবাহী বাসে আগুনখালেদা জিয়ার শারীরিক অবস্থার পরিবর্তন নেই৫৪ বছরেও বুদ্ধিজীবী হত্যার তদন্ত বা বিচার করা হয়নি : গোলাম পরওয়ারশহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন: ডা. শফিকুর রহমান
No icon

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আম ব্যবসায়ীর

ঝিনাইদহ সদরের ধানহাড়িয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিঠু মন্ডল (৪৫) নামে এক আম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি মাগুরা জেলার বাসতৈল গ্রামের শফি মন্ডলের ছেলে।আজ শনিবার সকাল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক এ কে এম হাসানুজ্জামান জানান, সকালে মাগুরা জেলার বাসতৈল এলাকা থেকে ইজিবাইকে আম নিয়ে ঝিনাইদহ শহরের আড়তে বিক্রি করতে আসছিলেন নিঠু মন্ডল। পথিমধ্যে ধানহাড়িয়া নামক স্থানে পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশা সামনের দিক থেকে ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের নিচে চাপা পড়েন নিঠু। এ সময় কয়েকটি আমের বস্তাও তার গায়ের ওপর পড়ে। সে সময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় ঘাতক সিএনজিচালিত অটোরিকশাটি আটক করা যায়নি। মৃতদেহ বর্তমানে সদর হাসপাতালে রয়েছে বলে জানা গেছে।