১৮ জুলাই পালিত হবে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টাদেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাসআগামী বছরের শুরুতেই নির্বাচন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ড. ইউনূসমগবাজারে আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু
No icon

খুলনায় মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

খুলনায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে মোটরসাইকেলের চালক মো. মিরাজ ও ইজিবাইকের চালক মতিন নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে নগরীর রূপসা সেতুর বাইপাস সড়কের হরিণটানা গেট এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।লবণচরা থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে মোটরসাইকেলে করে ৩ যুবক দ্রুতগতিতে রূপসা সেতুর দিকে যাচ্ছিলেন। পথে হরিণটানা গেট সড়ক দিয়ে একটি ইজিবাইক রূপসা সেতুর বাইপাস সড়কে ওঠে। এ সময় সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা ৩ জন ও ইজিবাইকের চালক আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।পরে মোটরসাইকেলের চালক মো. মিরাজ ও ইজিবাইকের চালক মতিন মারা যান। নিহত মিরাজ বাগেরহাট জেলার মোংলা উপজেলার দ্বিগরাজ এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে এবং ইজিবাইকের চালক মতিন লবণচরা থানার দারোগার ভিটা এলাকার বাসিন্দা।আহত মোটর সাইকেল আরোহী মোংলার দ্বিগরাজ এলাকার মোশাররফ হোসেনের ছেলে ফাহাদ ও খুলনার তেরখাদা উপজেলার আরশীল আজিমের ছেলে পল্লব চিকিৎসাধীন রয়েছেন।