শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতিহিট অ্যালার্ট আরও তিন দিন বাড়তে পারেরাঙামাটিতে সড়ক ও নৌপথে অবরোধ চলছে কক্সবাজারের রেলপথ অনিরাপদএফডিসির ঘটনায় ডিপজল-মিশা সওদাগরের দুঃখ প্রকাশ
No icon

প্রথম টোল দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম টোল দিয়েছেন স্বপ্নের পদ্মা সেতুতে। নিজের গাড়ির জন্য ৭৫০ টাকাসহ বহরের ১৮টি গাড়ির জন্য মোট ১৬ হাজার ৪০০ টাকা টোল দিয়েছেন তিনি। পদ্মা সেতুর টোলকর্মী তানিয়া আফরিন প্রধানমন্ত্রীর ১৬ হাজার ৪০০ টাকা টোল দেওয়ার কথা নিশ্চিত করেছেন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে মাওয়ায় পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এর পর পদ্মা সেতু পাড়ি দিয়ে জাজিরা প্রান্তে যান তিনি। সেতু বিভাগের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীই প্রথম ব্যক্তি, যিনি টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছেন। পদ্মা সেতু গতকাল উদ্বোধন করা হলেও আজ রবিবার সকাল ৬টায় সর্বসাধারণের যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এর আগে শুক্রবার মাওয়া প্রান্তে টোলপ্লাজা অতিক্রম করে কিছু পাবলিক গাড়ি নিয়ে পরীক্ষা চালায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।