সব ধরনের যাত্রীবাহী ট্রেনে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়েতাপমাত্রা ৫০ ডিগ্রির বেশি যেসব অঞ্চলেবিশ্ব ধরিত্রী দিবস আজপ্রাথমিকে শিক্ষক নিয়োগ: সংশোধিত ফলাফলে উত্তীর্ণ ৪৬ হাজারসকালের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
No icon

ট্রেড লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর করার প্রস্তাব বিল্ডের

ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ পাঁচ বছর করার প্রস্তাব দিয়েছে সরকারি-বেসরকারি সংলাপের প্ল্যাটফর্ম বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)। বর্তমানে ট্রেড লাইসেন্স এক বছর মেয়াদে নবায়ন করা হয়। সহজে ব্যবসা করার সূচকে উন্নতি এবং ব্যবসায়ীদের প্রয়োজন বিবেচনায় এ প্রস্তাব করেছে বিল্ড।বিল্ডের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ওয়ার্কিং কমিটির নবম সভায় এ প্রস্তাব আনা হয়। গত বুধবার বিল্ড ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সচিবালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। যৌথভাবে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, তৈরি পোশাকের বাইরে অন্য খাতগুলোতে সাব-কন্ট্রাক্টিং রুল করতে হবে।এমসিসিআই সভাপতি সাইফুল ইসলাম বলেন, ট্রেড লাইসেন্স ইস্যুর জন্য শুধু জাতীয় পরিচয়পত্রকে বিবেচনায় নিতে হবে।বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম বলেন, পাঁচ বছর মেয়াদে ট্রেড লাইসেন্স দেওয়া বা নবায়ন করার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই।