চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারিআমিরাতে বৃষ্টিতে গাড়িতে আটকা পড়ে মারা গেলেন দুই জন সেরেলাক-নিডোয় অতিরিক্ত চিনি, পরীক্ষা করবে বিএফএসএজাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্রভারতে লোকসভা নির্বাচনের ভোট শুরু
No icon

৯৫৪ জন শিক্ষক-কর্মচারী পাচ্ছেন উচ্চতর গ্রেড

উচ্চতর গ্রেড পেতে যাচ্ছেন সারাদেশের বেসরকারি স্কুল ও কলেজের ৯৫৪ জন শিক্ষক-কর্মচারী। এর মধ্যে আছেন স্কুলের ৬৭১ এবং কলেজের ২৮৩ জন। সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটির ভার্চুয়াল সভায় তাদের উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক। সূত্র জানায়, স্কুলের ৬৭১ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৪০ জন, চট্টগ্রাম অঞ্চলের ৪২, কুমিল্লার ২২, ঢাকা অঞ্চলের ১৩৮, খুলনার ৭৪, ময়মনসিংহ অঞ্চলের ৬৫, রাজশাহীর ১০৭, রংপুরের ১৩৭ এবং সিলেট অঞ্চলের ৪৬ জন রয়েছেন। উচ্চতর গ্রেড পাওয়া কলেজের ২৮৩ শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৫২ জন, চট্টগ্রাম অঞ্চলের ২৬, কুমিল্লার ৪৫, ঢাকার ৪৪, খুলনা অঞ্চলের ২৮, ময়মনসিংহ অঞ্চলের ৪৩, রাজশাহীর ৮, রংপুর অঞ্চলের ২৯ ও সিলেটের ৮ জন রয়েছেন।