ব্যাংক আলফালাহর ব্যবসা অধিগ্রহণ করবে ব্যাংক এশিয়াআজ এক ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট সেবাথাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রীআনাড়ি হাতে ২০ টন ট্রাক, ফের সড়কে ঝরল ১৪ প্রাণইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র
No icon

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

রাজশাহীতে চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা আজ বুধবার ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আকাশে হালকা মেঘ ও কুয়াশা রয়েছে। মেঘ ও কুয়াশা কেটে গেলে শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।বয়ে যাচ্ছে উত্তরের হিমেল হাওয়া। তবে সকাল সাড়ে ৮টার দিকে সূর্যের দেখা মেলায় কিছুটা স্বস্তি রয়েছে। এর আগে গত রোববার সকালে রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। মাঝে তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ ফের নিচে নেমে যায়। গত দুই সপ্তাহ ধরে ঘন কুয়াশা ও দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমে আসায় রাজশাহী অঞ্চলে জেঁকে বসেছে শীত।তীব্র শীতে কাহিল মানুষজন ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৮ গুণ। অনেকে ভিড় করছেন গরম কাপড়ের দোকানে। নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ জীবিকার তাগিদে বের হয়ে শীতে কষ্ট পাচ্ছেন।রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, বুধবার আকাশে হালকা মেঘ ও কুয়াশা ছিল। সকাল সাড়ে ৮টার দিকে সূর্যের দেখা মিলেছে। তবে উত্তরের হিমেল হাওয়া বইতে থাকায় শীত বেড়েছে। আকাশের মেঘ ও কুয়াশা কেটে গেলে শীত আরও বাড়বে। তাপমাত্রা আরও নিচে নামতে পারে।