দ্বিকক্ষবিশিষ্ট সংসদসহ যেসব প্রস্তাব চূড়ান্ত করল বিএনপিইউক্রেন যুদ্ধ বৈশ্বিক যুদ্ধে রূপ নিচ্ছে: পুতিনগুমের সঙ্গে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারবে না: প্রেস সচিব৫ দেশ ভ্রমণে বাংলাদেশিদের জন্য সতর্কতাইসরায়েলি হামলায় লেবাননে একদিনে নিহত ৫৯
No icon

সারা দেশে বৃষ্টি বাড়তে পারে

সারা দেশে বৃষ্টিপাতের হার স্বাভাবিকের তুলনায় কমে যাওয়ায় বেড়েছে তাপমাত্রা। তবে আজ শনিবার থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। গতকাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিভাগের রাজধানীতে সামান্য বৃষ্টিপাত হলেও অন্যান্য জেলা ছিল প্রায় বৃষ্টিশূন্য।এই প্রবণতা আগামী কয়েক দিন বজায় থাকবে। বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রায় ৫১ থেকে ৭৫ শতাংশ স্থানে এবং দেশের বাকি পাঁচ বিভাগে ২৬ থেকে ৫০ শতাংশ স্থানে এই বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের কারণেই তাপমাত্রা কিছুটা কমে আসবে, বিশেষ করে দিনের তাপমাত্রা অনেকটাই কমতে পারে।গতকাল শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বাকি ছয় বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তিন দিন পর এই বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়তে পারে।