দ্বিকক্ষবিশিষ্ট সংসদসহ যেসব প্রস্তাব চূড়ান্ত করল বিএনপিইউক্রেন যুদ্ধ বৈশ্বিক যুদ্ধে রূপ নিচ্ছে: পুতিনগুমের সঙ্গে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারবে না: প্রেস সচিব৫ দেশ ভ্রমণে বাংলাদেশিদের জন্য সতর্কতাইসরায়েলি হামলায় লেবাননে একদিনে নিহত ৫৯
No icon

৮ বিভাগেই বৃষ্টি, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা

দেশের ৮ বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।শুক্রবার (২৬ আগস্ট) সকাল থেকেই আকাশ ছিল রৌদ্রজ্বল। আবহাওয়া অনেকটাই ছিল উষ্ণ। ঘর থেকে বের হয়েই রোদ্রের উত্তাপে কিছুটা অস্বস্থিতেই পড়েছে সাধারণ মানুষ।গত ২৪ ঘণ্টায় দেশের চারটি জেলায় ১ মিলিমিটার থেকে সামান্য বৃষ্টিপাত হয়েছিল। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগামী তিনদিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, শুক্রবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাঙামাটিতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিনে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ ডিগ্রি সেলসিয়াস।