দ্বিকক্ষবিশিষ্ট সংসদসহ যেসব প্রস্তাব চূড়ান্ত করল বিএনপিইউক্রেন যুদ্ধ বৈশ্বিক যুদ্ধে রূপ নিচ্ছে: পুতিনগুমের সঙ্গে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারবে না: প্রেস সচিব৫ দেশ ভ্রমণে বাংলাদেশিদের জন্য সতর্কতাইসরায়েলি হামলায় লেবাননে একদিনে নিহত ৫৯
No icon

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, বাড়তে পারে বৃষ্টি

আবারো বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। যার জেরে চলতি সপ্তাহেই বাড়তে পারে বৃষ্টি জানাল আবহাওয়া দফতর। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি বাড়বে । অর্থাৎ আজ মঙ্গলবার থেকেই মেঘলা থাকতে পারে দেশের আকাশ।নিম্নচাপের জেরে গত কয়েক দিন ধরেই বৃষ্টিতে ভিজেছে দেশ। উপকূলবর্তী এলাকায় বহু নদীর বাঁধ ভেঙে হু হু করে পানি ঢুকেছে গ্রামে। ভিটেছাড়া হয়েছে বহু পরিবার। সোমবার থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল পরিস্থিতি। দেখা মিলেছিল রোদের। এরই মাঝে ফের নিম্নচাপের ভ্রুকুটি।উল্লেখ্য, শ্রাবণ শেষ, কিন্তু এখনো বর্ষা সেভাবে হাঁকিয়ে ব্যাটিং করতে পারেনি। বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। নিম্নচাপের হাত ধরে খানিকটা বৃষ্টির ঘাটতি দূর হচ্ছে। তবে এখনো ঘাটতি রয়েছেই। তবে এই একের পর নিম্নচাপে আদৌ বৃষ্টির খামতি দূর হয় কিনা, সেদিকেই তাকিয়ে সকলে।