দেশে আবার বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কাল শুক্রবার থেকে দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে আগামী রবিবার থেকেই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আবহাওয়া।আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন,শুক্র ও শনিবার দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে।তবে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা নেই। এমনকি বড় ধরনের বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই। ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা আর কমবে না। এখন থেকে গরম বাড়বে।আবহাওয়া দপ্তর বলছে, পশ্চিম লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।