চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারিআমিরাতে বৃষ্টিতে গাড়িতে আটকা পড়ে মারা গেলেন দুই জন সেরেলাক-নিডোয় অতিরিক্ত চিনি, পরীক্ষা করবে বিএফএসএজাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্রভারতে লোকসভা নির্বাচনের ভোট শুরু
No icon

বাংলাদেশ দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়াকে টানা দ্বিতীয়বার হারিয়ে সিরিজ জয়ের দৌড়ে এগিয়ে গেছে বাংলাদেশ। এই অর্জনে বাংলাদেশ দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার রাতে এক অভিনন্দন বার্তায় ক্রিকেট অনুরাগী প্রধানমন্ত্রী সব খেলোয়াড় কোচ এবং জাতীয় ক্রিকেট দলের সব কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব ইমরুল কায়েস সমকালকে এ তথ্য জানিয়েছেন।বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।

ঘরের মাঠে টাইগারদের আমন্ত্রণে পাঁচ ম্যাচের সিরিজে খেলতে নেমে মঙ্গলবার প্রথম ম্যাচেই ধরাশায়ী হয় অস্ট্রেলিয়া। এ দিন স্টার্ক-মার্শদের ২৩ রানে হারিয়ে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। এর আগে এত কম রানের সম্বল নিয়ে টি-টোয়েন্টিতে জেতেনি টাইগাররা। এই জয়ে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারায় বাংলাদেশ।বুধবার দ্বিতীয় ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারায় টাইগাররা। এ জয়ে সিরিজে ২-০-তে এগিয়ে গেল বাংলাদেশ। আর এক ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হচ্ছে স্বাগতিকদের।