সব ধরনের যাত্রীবাহী ট্রেনে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়েতাপমাত্রা ৫০ ডিগ্রির বেশি যেসব অঞ্চলেবিশ্ব ধরিত্রী দিবস আজপ্রাথমিকে শিক্ষক নিয়োগ: সংশোধিত ফলাফলে উত্তীর্ণ ৪৬ হাজারসকালের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
No icon

কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‍্যাব

কক্সবাজারের টেকনাফে শপিং ব্যাগের ভেতর থেকে ১০ হাজার ইয়াবাসহ মো. তৈয়ুব (৩৩) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‍্যাব-১৫।রবিবার বিকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়া এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।আটক ব্যক্তি উখিয়া কুতুপালং ০১নং ক্যাম্পের ব্লক-ডি এর বাসিন্দা মৃত ইউনুসের ছেলে।এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র;্যাব-১৫ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।তিনি বলেন, ইয়াবার বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউপি কানজর পাড়া এলাকায় র;্যাবের একটি দল অভিযানে যায়। পরে ;্যাব সদস্যদের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। উপস্থিত স্বাক্ষীদের সামনে আটকের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করে সে দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।উদ্ধারকৃত ইয়াবাসহ আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা& হয়েছে।