ইউক্রেনকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রআগামীকাল ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণশপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতিহিট অ্যালার্ট আরও তিন দিন বাড়তে পারেরাঙামাটিতে সড়ক ও নৌপথে অবরোধ চলছে
No icon

রোহিঙ্গা ক্যাম্পে বাড়তি নজরদারির তাগিদ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বাড়তি নজরদারি দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। রোহিঙ্গারা যাতে মাদক কারবার, নিজেদের মধ্যে খুনোখুনি আর অপহরণের মতো অপরাধে জড়াতে না পারে সে ব্যাপারে নজর রাখারও পরামর্শ দেওয়া হয়। ভৌগোলিক, পর্যটন ও অর্থনৈতিকসহ নানা কারণে কক্সবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে স্থানীয় মাঠ প্রশাসনের মধ্যে আরও সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়েও আলোকপাত করা হয়। গত রবি ও সোমবার টানা দুদিন কক্সবাজারের প্রশাসনের সব মাঠ কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তার রুদ্ধদ্বার বৈঠক হয়। এতে পুলিশপ্রধান ড. বেনজীর আহমেদ, র;্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এসবির প্রধান মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।


বৈঠকে উপস্থিত একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, পুলিশের নীতিনির্ধারণী পর্যায় থেকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও সার্বিক বিষয়ে মাঠ কর্মকর্তাদের দিকনির্দেশনা দেওয়া হয়। জেলা পুলিশের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য যেসব ইউনিট ও গোয়েন্দা শাখা রয়েছে তাদের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়টি সামনে আসে। পর্যটন এলাকা হিসেবে কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশ ছাড়াও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), র;্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কাজ করছে। রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার জন্য এপিবিএনের আলাদা তিনটি ব্যাটালিয়ন সেখানে রয়েছে।


জানা যায়, কক্সবাজারে কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে একাধিক মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এসব প্রকল্পে বিদেশি নাগরিকরা কাজ করছেন। এছাড়া পৃথিবীর দীর্ঘ সৈকত দেখতে দেশি-বিদেশি পর্যটকরা সারা বছর সেখানে যান। দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।গত বছর কক্সবাজারে মেজর (অব.) সিনহা মো. রাশেদের মৃত্যুর পর একযোগে জেলার পুলিশ সদস্য রদবদল করা হয়। নজিরবিহীন ওই রদবদলের পর সম্পূর্ণ নতুন প্রশাসন এবং জনবল দিয়ে চলছে জেলা পুলিশের কার্যক্রম। নতুন পরিস্থিতিতে সেখানে পুলিশ সদস্যরা কীভাবে কাজ করছেন, তাদের সমস্যা ও সফলতার বিষয়গুলো নিয়েও বৈঠকে আলোচনা হয়। জেলার অপরাধ ও মামলার সার্বিক চিত্র সম্পর্কে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের অবহিত করা হয়। তদন্তাধীন মামলার সংখ্যা আগের তুলনায় কমেছে বলে জানানো হয়। বৈঠকে মাঠ কর্মকর্তারা