উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপিডিজিটাল নিরাপত্তা আইনে ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ফরিদপুরে বাস-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ১১গরমে বাড়ছে ডায়রিয়া, জ্বরবিভিন্ন স্থানে শিলাবৃষ্টির পূর্বাভাস
No icon

লন্ডনে শেখ হাসিনার নাগরিক সংবর্ধনা আজ

জাপান ও যুক্তরাষ্ট্র সফর শেষে এখন লন্ডনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে যুক্তরাজ্য আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজন করেছে এক নাগরিক সংবর্ধনার।আজ ৭ মে দুপুর ২টা থেকে সেন্ট্রাল লন্ডনের ম্যারিয়েট হোটেলে আমন্ত্রিত অতিথিরা যোগ দেবেন সেই সংবর্ধনায়। প্রধানমন্ত্রীর সংবর্ধনাকে ঘিরে ব্যস্ত সময় পাড় করছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো।৭ মে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও শেখ হাসিনার জন্য স্মরণীয় এবং রাজনৈতিকভাবে আলোচিত একটি দিন। ২০০৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিতে যাওয়ার পর শেখ হাসিনাকে দেশে ফিরতে না দেওয়ার চেষ্টা চালায় সে সময়ের সেনা সমর্থিত সরকার। তাঁকে বহন না করতে এয়ারলাইনসগুলোকে চাপ দেওয়া হয়েছিল । বৈধ টিকিট থাকার পরও ব্রিটিশ এয়ারওয়েজের বিমান শেখ হাসিনাকে দেশে আনতে অস্বীকৃতি জানায়। পরে শেখ হাসিনার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে ৭ মে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা লন্ডন থেকে ঢাকায় ফিরেন।লাখো জনতা সেদিন তাঁকে সাদর অভ্যর্থনা জানিয়েছিল। ঢাকা বিমানবন্দর থেকে মিছিল-শোভাযাত্রাসহ তাঁকে ধানমণ্ডিতে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে নিয়ে যান। যদিও পরবর্তীতে ১৬ জুলাই তাঁকে গ্রেপ্তার করে হয়েছিল। সেই ঐতিহাসিক ৭ মে লন্ডন থেকে প্রায় শতাধিক নেতাকর্মী বাংলাদেশে গিয়েছিলেন শেখ হাসিনার সাথে। তখন প্রবাসী নেতাদেরও গ্রেপ্তার করা হয়েছিল এবং দীর্ঘদিন কারাভোগ করে অনেকে লন্ডনে ফিরে আসেন। সেই বিশেষ দিনে নেত্রীকে সংবর্ধনা দিতে পেরে উচ্ছ্বসিত যুক্তরাজ্য আওয়ামী লীগ।