NEWSTV24
দিনাজপুরে হঠাৎ ঘন কুয়াশা, জনজীবন ব্যাহত
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ১৭:০৭ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

হিমালয়ের পাদদেশে অবস্থিত দিনাজপুর জেলা হঠাৎ ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে, যদিও তাপমাত্রা কিছুটা বেড়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।ঘন কুয়াশার কারণে দিনাজপুরের সড়ক ও মহাসড়কে যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। শীত ও কুয়াশার তীব্রতায় বোরো বীজতলার প্রতি চাষিরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।নতুন করে অনেকেই বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখার চেষ্টা করছেন।গত কয়েকদিন ধরে দিনাজপুরে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। কিন্তু আজ হঠাৎ হিম বাতাস ও কনকনে শীতের সঙ্গে ঘন কুয়াশায় জনজীবন ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষের পাশাপাশি গবাদি পশু ও অন্যান্য প্রাণীরাও তীব্র শীতে কাহিল হয়ে পড়েছে।শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় দিনাজপুর জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ছিল ১৪.৪ ডিগ্রি। 

বিরল উপজেলার মতিউর রহমান বলেন, কয়েকদিন ধরে রোদ উঠেছিল এবং তাপমাত্রা বাড়তে শুরু করেছিল। কিন্তু আজ আবার হঠাৎ ঘন কুয়াশা পড়েছে।এতে বোরো ধান ও আলুর বীজতলা নিয়ে চাষিরা চিন্তিত। যদি কুয়াশা অব্যাহত থাকে, তবে বীজতলা ও আলু ক্ষেত নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।সদর উপজেলার শশরা ইউনিয়নের গহাইর গ্রামের মোকলেছুর রহমান জানান, প্রচণ্ড শীতের কারণে বোরো বীজতলা বিবর্ণ হয়ে যাচ্ছে। অনেকে বীজতলা পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছেন। অনেকের বোরো চারা প্রস্তুত হলেও শীত ও শ্রমিক সংকটের কারণে বীজ রোপণ করা সম্ভব হচ্ছে না।দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, কয়েকদিন ধরে দিনাজপুরে রোদ দেখা দিয়েছে। আজ হঠাৎ ঘন কুয়াশা পড়েছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ধীরে ধীরে কাটবে।