বাংলা সিনেমার নায়ক ইলিয়াস জাভেদের দাফন সম্পন্ন হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে উত্তরার ১৪ নম্বর সেক্টরে বায়তুল জামান জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
এদিন বাদ আসর এফডিসিতে প্রথম জানাজা শেষে জাভেদকে শেষ শ্রদ্ধা জানান শিল্পী-সহকর্মী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা।