NEWSTV24
চলতি মাসে ১৭ জেলা সফর করবেন তারেক রহমান
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ১৪:৫৯ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচার চালাতে জানুয়ারির শেষ সপ্তাহে ১৭ জেলা সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বেশ কয়েকটি সমাবেশে বক্তব্য দেবেন। তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।নির্বাচন কমিশন (ইসি) থেকে প্রতীক বরাদ্দের পরদিন ২২ জানুয়ারি সিলেট থেকে সফর শুরু করবেন তিনি। গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর ঢাকার বাইরে এটিই তার প্রথম সফর। বিএনপির নেতাকর্মীরা জানান, ২২ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। এর আগের রাতে তারেক রহমান আকাশপথে সিলেটে পৌঁছাবেন। পরদিন সকালে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি নির্বাচনী প্রচার শুরু করবেন। পরে বেলা ১১টায় নগরের চৌহাট্টা এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।এরপর মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ হয়ে ২৩ জানুয়ারি ঢাকায় ফিরবেন তারেক রহমান। ২৪ জানুয়ারি চট্টগ্রাম হয়ে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও কুমিল্লা হয়ে ঢাকা ফিরবেন তিনি। ২৬ জানুয়ারি বরিশাল বিভাগের সব জেলার নেতাকর্মীদের নিয়ে বেলস পার্কের সমাবেশে যোগ দেবেন। এরপর মাদারীপুর, ফরিদপুর, মুন্সীগঞ্জ ও ঢাকা জেলার কেরানীগঞ্জে সমাবেশ শেষে ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান।বিএনপি নেতারা জানান, দলের শীর্ষ নেতার এই সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট জেলা ও মহানগরের নেতাকর্মী, দলীয় ও মিত্র রাজনৈতিক দলের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।