NEWSTV24
জানা গেল চলতি বছর কতদিন ছুটি থাকছে কলেজে
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ১৬:০৭ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

সম্প্রতি ২০২৬ সালের সরকারি-বেসরকারি কলেজে ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। চলতি বছরে কলেজগুলো মোট ৭২ দিন বন্ধ থাকবে। এর আগে, গত বছর এ ছুটি ছিল ৭১ দিন।সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ তালিকা প্রকাশ করেছে।তালিকা অনুযায়ী, পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন কলেজ বন্ধ থাকবে। এ ছাড়া স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক দিনের ছুটি নির্ধারিত রয়েছে।এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত কলেজ বন্ধ থাকবে টানা ১০ দিন। শীতকালীন অবকাশ হিসেবে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন ছুটি ঘোষণা করা হয়েছে।এর পাশাপাশি প্রতিবছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের অধীনে সংরক্ষিত তিন দিনের ছুটি রাখা হয়েছে, যা প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠানপ্রধান প্রয়োগ করতে পারবেন।