আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে লড়বে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।সোমবার (১২ জানুয়ারি) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে সংস্কারের জন্য ১১ দলীয় নির্বাচনী জোট গঠন করা হয়েছে। দেশেরর বৃহত্তর স্বার্খে এনসিপি এ জোটে যোগ দিয়েছে। জোটের অংশীদার দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে ৩০ আসনে প্রার্থী দিবে এনসিপি। জোটের জন্য এনসিপি অনেক ছাড় দিয়েছে। অন্যদলগুলোরও একই মানসিকতা থাকায় সমঝোতার ভিত্তিতে আসন বন্টন হয়েছে । এই জোট ইনশাআল্লাহ এবার সরকার গঠন করবে।
জামায়াতের নেতৃত্বে এ জোটে যোগ দেওয়ায় এনসিপির বেশ কয়েকজন নেতা পদত্যাগ করেছেন, এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, যারা পদত্যাগপত্র দিয়েছেন তারা আমাদের অ্যাসেট। তাদের পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি। তাদের সঙ্গে আমরা কথা বলছি। এখনও আমাদের একসঙ্গে কাজের সুযোগ আছে। কারণ এটা কোনো আদর্শিক জোট নয়। এটা একটি স্ট্রেটেজিক জোট।এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন, ২৭০টি আসনে আমাদের প্রার্থী থাকছে না, ওইসব নির্বাচনী এলাকায় জোটের প্রার্থীর সমর্থনে কাজ করবে এনসিপির নেতাকর্মীরা। পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে তারা প্রচারণা চালাবে।