NEWSTV24
পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা ও কুয়াশা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ ১৬:২৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

শীতপ্রবণ পঞ্চগড়ে গত ১০ দিন ধরে শীতল বাতাস ও ঘন কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কুয়াশা ঝরতে থাকায় শুক্রবার সকালেও জেলার বেশির ভাগ অঞ্চল সাদা কুয়াশার চাদরে ঢাকা ছিল। সকাল ১০টার পর রোদ উঠলেও কুয়াশার কারণে রোদের তেজ অনুভূত হয়নি। এতে সারাদিনই হালকা শীত অনুভূত হচ্ছে।শীত বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে শীতজনিত রোগ-ব্যাধি। বিশেষ করে শিশু ও বয়স্করা জ্বর, সর্দি-কাশিতে বেশি আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে রোগীর চাপও বেড়েছে।গতকাল শুক্রবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিস ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে। গত তিন দিন ধরে জেলার তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে স্থির রয়েছে।শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন কৃষি, বালু-পাথর ও চা শ্রমিকসহ রিকশা-ভ্যানচালকরা। অনেকে শীত নিবারণে লেপ-তোশক তৈরি ও গরম কাপড় কেনার দিকে ঝুঁকছেন।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, কুয়াশার ঘনত্ব বেশি থাকায় রোদ ছড়াতে পারছে না। চলতি মাসের মাঝামাঝি সময়ে এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।