NEWSTV24
জামালপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ ১৬:২৬ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

জামালপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে জামালপুর টাঙ্গাইল মহাসড়কের বেলটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এস এম নূর মোহাম্মদ।নিহত দুই ব্যক্তি হলেন- জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চর জালালেরপাড়া এলাকার দিপু বাবু (২২) ও একই এলাকার রাসেল (২২)। আহত শ্যামল বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী কাঁচা মরিচ বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী দ্রুতগতির মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দিপু, রাসেল ও শ্যামল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক প্রথমে রাসেলকে মৃত ঘোষণা করেন।

পরে সার্জারি বিভাগে ভর্তি দিপু চিকিৎসাধীন অবস্থায় মারা যান।এদিকে ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। স্থানীয় জলিল মণ্ডল জানান, হঠাৎ বড় শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনা হয়েছে। একজন ঘটনাস্থলেই মারা গিয়েছিল। বাকিদের হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যায়।জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এস এম নূর মোহাম্মদ বলেন, নিহত দুই জনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটিকে জব্দ করে থানায় আনা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।