NEWSTV24
১২ ডিগ্রির শীতে মোড়ানো পঞ্চগড়ের জনপদ
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ ১৬:০৫ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্র বাড়ছে। ১২ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শিশির ঝরা আর সকালে কুয়াশার চাদরে মোড়ানো গ্রামীণ আবহ। সূর্যের আলোকছটা আর দুর্বাঘাসে জমাট বাঁধা মুক্ত দানা মত শিশির সিগ্ধ সকাল জানান দিচ্ছে হেমন্তকাল। এমন অপূর্ব দৃশ্য হিমালয়ের কাছাকাছি সীমান্তঘেষা পঞ্চগড় জনপদ।সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত টুপটাপ শব্দে ঝরছে শিশির বিন্দু আর দুর্বাঘাসে ডগায় মুক্তোর দানার মতো জ্বলজ্বল করছে শিশির। শিশির বিন্দু যেন প্রকৃতির জমিনে টিপ পরিয়ে দিয়েছে। ভোর থেকে সকাল কুয়াশার আবহের গ্রামাঞ্চলের পথ-ঘাট। পাখির কলকাকলী আর সোনা মাখা রোদ যেন বলে দিচ্ছে হেমন্তের বার্তা। হেমন্তের হাত ধরেই আসছে শীত।হেমন্তের মাঝামাঝি সময়ে দিন যতই যাচ্ছে ততই শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় কিছুটা শঙ্কায় পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। তবুও কুয়াশার মাঝেও শীতের সকালে কৃষকরা ফসলের মাঠে মাঠে কর্ম ব্যস্ততায় পাড় করছেন। শীতে অসহায়, দুঃস্থ মানুষ যাতে কষ্ট না পায়, সে জন্যে প্রয়োজনীয় উদ্যোগের দাবি স্থানীয়দের।পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যক্ষেণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আকাশে ঘন কুয়াশা থাকায় রোদের তীব্রতা ছড়াতে পারছে না। এতে সারাদিন হালকা শীত অনুভূত হচ্ছে। চলতি মাসের মাঝামাঝি সময়ে এই এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।