রাজধানীর বনানী ও মহাখালীর মধ্যবর্তী কড়াইল বস্তির ভয়াবহ আগুন প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।ফায়ার ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের একযোগে চেষ্টার পর মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।আগুন নিয়ন্ত্রণে আসার আগেই কড়াইল বস্তির প্রায় অর্ধেক কাঁচা বাড়িঘরই পুড়ে ছাই হয়ে যায়। এখনও কোথাও কোথাও ধিকি ধিকি আগুন জ্বলছে। আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রাথমিকভাবে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য নেই ফায়ার সার্ভিস ও পুলিশের কাছে।এর আগে, বিকেল ৫ টার দিকে কড়াইল বস্তিতে আগুন লাগে । তবে যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয় ফায়ার সার্ভিসের। এছাড়া পানি সংকটের কারণে আগুন নেভানোর কাজে বিঘ্ন ঘটে। পরে বস্তির ঝিলপাড় খালে জেনারেটর বসিয়ে সেখান থেকে পাইপের মাধ্যমে পানি টেনে নিয়ে আগুন নেভানো কাজ করা হয়।বস্তিবাসীরা জানান, আগুন লাগার সময় বস্তিতে কম মানুষ ছিল। কারণ বস্তির অধিকাংশ বাসিন্দাই কর্মজীবী। তারা তাদের কর্মস্থলে ছিলেন।