NEWSTV24
শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ২৩:১১ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনকে আসামি হিসেবে অভিযুক্ত করে মামলাটি বিচারের জন্য প্রস্তত হওয়ায় তা বদলির আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। 

আজ (মঙ্গলবার) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিন মামলাটি বিচারের জন্য প্রস্তত হওয়ায় তা বদলির আদেশ দেন। পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়।  মামলার বাদী সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।