NEWSTV24
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামল তাপমাত্রা
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫ ১৬:১৭ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

উত্তর হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা হিমেল বাতাস আর হালকা কুয়াশায় দেশের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়ায় শীতের আবহ লাগতে শুরু করেছে। দিন পেরিয়ে সন্ধ্যা নামলেই ঠান্ডা বাড়ে, আর সকাল পর্যন্ত এই শীতের অনুভূতি স্পষ্ট থাকে। গত কয়েক দিনের ব্যবধানে জেলায় তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।রোববার (৯ নভেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ।তেঁতুলিয়া আবহাওয়া অফিসের কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, তেঁতুলিয়ায় গত কয়েকদিন ধরেই আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে সন্ধ্যা রাতে ও ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে।তিনি আরও বলেন, রোববার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এখন থেকে প্রতিদিন তেঁতুলিয়ায় তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।এদিকে হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। বিশেষ করে, পাথর শ্রমিক, দিনমজুর, রিকশাচালক, ও ভোরের দিকে বাইরে কাজ করা শ্রমজীবী মানুষদের কষ্ট বেড়েছে।স্থানীয়রা জানান, ভোরের দিকে ঘন কুয়াশা এবং ঠান্ডা বাতাসে এখনই শীতের আমেজ বইছে।এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। ফলে দেশের উত্তরাঞ্চলে শীতের প্রভাব ধীরে ধীরে বাড়বে।