NEWSTV24
ভূমিকম্পে কাঁপল পাকিস্তানের বেলুচিস্তান
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫ ১৬:১৬ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (৮ নভেম্বর) সকালে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান মিটিওরোলজিকাল ডিপার্টমেন্টের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কোয়েটা থেকে ৬৭ কিলোমিটার উত্তরপূর্বে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।এর আগে গত সোমবার (৩ নভেম্বর) আফগানিস্তানের মাজার-ই-শরীফ এলাকায় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সেই ঘটনায় শতাধিক হতাহতের ঘটনা ঘটে।বেলুচিস্তানের জিয়ারাতে এর আগে ভয়াবহ ভূমিকম্প ঘটেছিল ২০০৮ সালে। সেই ভূমিকম্পে দুই শতাধিক মানুষ নিহত হয়েছিলেন এবং পাঁচ শতাধিক আহত হয়েছিলেন।