NEWSTV24
এনসিপি নেতা নাসীরুদ্দীন বললেন, পদত্যাগ করিনি
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ১৫:৩৫ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগ করেননি। নিজের পদেই রয়েছেন জানিয়ে পদত্যাগের খবরকে গুজব হিসেবে আখ্যায়িত করেছেন এই নেতা। তিনি জানান, পদত্যাগের খবরটি গুজব। আগামীতে সরকার গঠন করা পর্যন্ত এনসিপির সঙ্গে থাকবেন এবং সরকার গঠন করবেন।বৃহস্পতিবার রাতে দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমে তাঁর পদত্যাগের খবর প্রকাশিত হয়। ওই গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, নাসীরুদ্দীন পাটোয়ারীর মুখ্য সমন্বয়কের পদটিতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বসাতে কেন্দ্রীয় নেতাদের সায় আছে। সেই অভিমান থেকে তিনি দুই সপ্তাহ আগে পদত্যাগপত্র জমা দিলেও প্রাথমিক সদস্য থাকতে চেয়েছেন। তবে দল থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। নাসীরুদ্দীন এ কারণে এনসিপির কোনো অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না।শুক্রবার এনসিপির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক বার্তায় বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের সঙ্গেই আছেন। তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত কাজে তাঁর দায়িত্ব পালন করেছেন এবং মুখ্য সমন্বয়ক হিসেবে বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। তাঁর পদত্যাগ কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয়।

এদিকে শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত দলটির ঢাকা মহানগর ও ঢাকা জেলার জাতীয় সমন্বয় সভায় অংশ নেন তিনি। এ সময় নাসীরুদ্দীন সাংবাদিকদের বলেন, আগামীতে সরকার গঠন পর্যন্ত আমি এনসিপির সঙ্গে থাকব এবং সরকার গঠন করব। সরকার গঠনের পর জনগণের সঙ্গে থাকব।পদত্যাগের সংবাদের বিষয়ে তিনি বলেন, রাতেই আমি সংবাদটা দেখি। আমাকে এ বিষয়ে অনেকে জিজ্ঞাসা করেছেন। তবে আমি কোনো ধরনের মন্তব্য করিনি। আমি দলের সঙ্গে আছি। এ ধরনের বিভ্রান্তিমূলক তথ্য ছড়ালে আমাদের নেতাকর্মীরা বিভ্রান্ত হবেন। সে ক্ষেত্রে যাচাই-বাছাই করে সংবাদ পরিবেশনের আহ্বান জানান এ নেতা।